
ঝড়ের কবলে পড়ে প্রায় ২০০ যাত্রী নিয়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ।
শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী একটি ডুবোচরে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে কিছু যাত্রী উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপপরিচালক বাবু লাল বৈদ্য গণমাধ্যমকে বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকা গেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারে দুটি লঞ্চ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন