বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

পা পিছলে ট্রেনের নিচে পড়া ব্যক্তির হাসপাতালে মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

বাড়ি ফিরতে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান জামাল উদ্দিন। মুহূর্তেই পা পিছলে পড়ে যান নিচে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিন রাত ৯টা ১০ মিনিটে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের রেলগেটে ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা।

নিহত জালাল উদ্দিন (৫০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চড় আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিধিয়ার চড় গ্রামের বেপারীপাড়া এলাকার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে সবজি বিক্রি করতে আসতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টা ১০ মিনিটে শ্রীপুর স্টেশনে দেওয়ানঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেন দুটি দাড়িয়ে ছিল। দৌড়ে চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। এ সময় তার উপর দিয়েই ট্রেনটি চলে যায় ও তাকে টেনে-হিঁছড়ে প্রায় ৪০ ফুট দূরে নিয়ে যায়। এর পর প্রায় এক মিনিট তিনি ট্রেনের নিচে পড়ে থাকেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতু্ল ফেরদৌস জানান, রাতে গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চড়আলগী ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম দুলু জানান, শ্রীপুরে জালাল ট্রেন দুর্ঘটনায় আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বেলা ১১টায় নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু্লিশ পাঠানো হয়। ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পু্লিশ ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে