
ভারতে দুর্গাপূজার প্রতিমায় অসুর রূপে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক মতভেদ বা বিতর্ক থাকতে পারে। তবে কোনো দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর বা শয়তান রূপে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ ক্ষুণ্ন হয়।
রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
এসময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে উল্লেখ করে বলেন, বৃহৎ এ উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরা আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও তারা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ প্রমুখ।
মন্তব্য করুন