শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে বিএনপি প্রার্থী ঘোষণার খবরে স্ট্রোক ও মৃত্যু

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

কক্সবাজার-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের মনোনয়নের খবরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদুল আলম ফরিদ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বিএনপির নেতা ছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটে এমনটা। দলীয় মনোনয়ন ঘোষণার আনন্দ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে—এমন ঘটনাও বিস্ময়ে হতবাক করে দিয়েছে স্থানীয়দের।

পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, খবরটি শোনার পরপরই কালারমারছড়া ইউনিয়ন বিএনপির নেতা ফরিদুল আলম ফরিদ চরম উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন।

সহকর্মীরা জানিয়েছেন—উল্লাসে লাফ দিতেই মুহূর্তের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আচমকাই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ফরিদ ছিলেন সংগঠনের এক নিবেদিত প্রাণ। বহু বছর ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। আসন্ন নির্বাচনে প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়ন নিয়ে তিনি ছিলেন প্রবল উৎসাহী। সেই উচ্ছ্বাসই যে শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়াবে, এ কথা কেউই কল্পনা করেননি।

ফরিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করছেন। অনেকেই বলছেন, এ মৃত্যু শুধু পরিবারের ক্ষতি নয়, ইউনিয়ন বিএনপির জন্যও এক অপূরণীয় শূন্যতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট
সোমবার সংবাদ সম্মেলন / মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ