
কক্সবাজার সদরের বাঁকখালী নদীর মোহনায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের সদস্যরা মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, সিমেন্টের বস্তা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন