
দিনাজপুরের হাকিমপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কা্লব) ১৭ তম বার্ষিক সাধারণ সভা সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কা্লব এর জেলা ব্যবস্থাপক আল হাসন এবং সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তৃতা দেওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিরামপুর কা্লব চেয়ারম্যান মুক্তাদির আহম্মেদ, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ কালব সভাপতি, হাকিমপুর কালব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রেজারার গোলাম রব্বানী, সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু), সহকারী মোঃ তৌহিদুল ইসলাম, প্রনব কুমার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়।
সেলিম রেজার স্বাগত বক্তব্যের পর, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাঃ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী।
পরে হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সদস্যদের সন্তান ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। এসএসসি পরীক্ষায় পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম এর ক্রেষ্ট গ্রহণ করেন মাতা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী।
কৃতি শিক্ষার্থী রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যায়নরত রয়েছেন। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে এবং লটারির মাধ্যমে ৪ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং উপস্থিত সকল সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন