
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ আট দিন পর দেশে ফিরেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ৪টার দিকে জীবননগরের দৌলতগঞ্জ-মাজদিয়া চেকপোস্টে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। গত ২৯ নভেম্বর বিকেলে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ নিয়ে যায় ভারতীয় বাহিনী। পরে বিভিন্ন টালবাহানার পর আজ মরদেহটি ফেরত দেয় বিএসএফ।
মন্তব্য করুন