
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন-আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ভারতের তাবেদারি এদেশে আর চলবে না। বাগানবাজার সীমান্ত এলাকা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হবে না।
আজ সোমবার (১০ নভেম্বর) ভারত সীমান্ত এলাকা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধানের শীষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে ষড়যন্ত্র মোকাবেলায় ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে জয়যুক্ত করতে হবে।
বাগান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু মেম্বারের সভাপতিত্বে ও আলাউদ্দীনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন,আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, মো. এনাম, আবুল খায়ের, শাহ্ নেওয়াজ সেবুল মেম্বার, বেলাল সওদাগর, সিরাজদৌলা চৌধুরী দুলাল, জালাল চৌধুরী, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, জাহেদ মেম্বার, বেলাল মেম্বার, আমান উলাহ, মহিন উদ্দিন, আব্দুল হক, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, সানবিসহ আরো অনেকে।
মন্তব্য করুন