শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে জামায়াতসহ ৮ দলের যৌথ সমাবেশ আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১০ এএম

জুলাই সনদ, পিআর-সহ ৫ দফা দাবিতে আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে।

পূর্বঘোষিত এ কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক করেন আট দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আরো বলেন, ‘তবে আগামীকাল শুধু রাজধানী ও আশপাশের জনবল নিয়েই সমাবেশ হবে। এতে যদি সরকার বুঝতে পারে, তাহলে আশা করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে পঞ্চম পর্ব চলমান। গত ৬ তারিখ আমরা স্মারকলিপি দিয়েছি। একই সঙ্গে ১১ নভেম্বর আমরা গণসমাবেশ ঘোষণা করেছিলাম। আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো জোট নয়, এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম।’

বিএনপির সঙ্গে জামায়াতের আলোচনা নিয়ে এ নেতা বলেন, ‘তারা জামায়াতের ডাকে সাড়া দেবেন না, ওনারা এটা প্রকাশ্যে বলে দিয়েছেন। আমরাও প্রকাশ্যে বলে দিলাম, ওনারা আমাদের ডাকুক, আমরা অবশ্যই সাড়া দেব। আমরা আলোচনা এবং আন্দোলন উভয় চেষ্টা অব্যাহত রাখব।’

তিনি আরো বলেন, ‘গণভোট সংবিধানে ছিল, ফ্যাসিস্টরা বাদ দিয়েছে। যারা সংবিধানে গণভোট নেই বলে বলছেন, তারা ফ্যাসিস্টের কাজকে সমর্থন করছে। সংবিধানে ৫ বছর পর নির্বাচনের কথা আছে। তাহলে কি সংবিধান অনুযায়ী ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা? বর্তমান সরকারও তো সংবিধান অনুযায়ী ক্ষমতা পায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
কক্সবাজারে বিএনপি প্রার্থী ঘোষণার খবরে স্ট্রোক ও মৃত্যু
কক্সবাজারে বিএনপি প্রার্থী ঘোষণার খবরে স্ট্রোক ও মৃত্যু
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ