শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত মানবে না বিএনপি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকারই দায়ী থাকবে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (১০ নভেম্বর) রাতে এ বৈঠক হয়। রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তারেক রহমানের সঙ্গে সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো— রাজনৈতিক দলগুলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলেচনার প্রেক্ষিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও সনদ অগ্রাহ্য করার শামিল।

ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, সভায় আরও সিদ্ধান্ত হয়, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সরকারই দায়ী থাকবে। সরকারকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা অংশ নিতে পারছে না, তারা বিশৃঙ্খলা করছে। সরকারকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর : তারেক রহমান
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
কক্সবাজারে বিএনপি প্রার্থী ঘোষণার খবরে স্ট্রোক ও মৃত্যু
কক্সবাজারে বিএনপি প্রার্থী ঘোষণার খবরে স্ট্রোক ও মৃত্যু
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
বাগছাস নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ