
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ঘোষিত বিএনপি দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক এম এ মান্নান নবীনগরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সুযোগ পেলে আমি নবীনগরকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। এখানে আর কেউ সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে পারবে না। জনগণের ভয়ের রাজত্বের অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য।
একাধারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই একই দলের কর্মী, একই লক্ষ্য ও আদর্শের সৈনিক। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই হবে আমাদের প্রধান কাজ। আমি আশাবাদী, নবীনগরের মানুষ গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করবে।
সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক কাউছার আহমেদ, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সংগঠন সম্পাদক আশরাফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এম এ মান্নানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করছেন। তার নেতৃত্বে নবীনগর একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে এডভোকেট এম এ মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেঘনা নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষের ভিটেমাটি আজ অবৈধ বালু উত্তোলনের কারণে ঝুঁকির মুখে। আমি নির্বাচিত হলে এই অবৈধ বালু ব্যবসা বন্ধ করে নদী ও মানুষের জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমি রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি। নবীনগরের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি প্রতিটি পরিবারে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আলো পৌঁছে দিতে কাজ করব।
মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ও তৃণমূল পর্যায়ে সংগঠন আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন