
আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে নিজেদের মতো করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি দল।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
বিএনপি ও তার মিত্র দলগুলো প্রকাশ্য কোনো কর্মসূচি দেয়নি। তবে তারা রাজপথে ‘সতর্ক অবস্থানে’ থাকার কথা জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে। আজও নিজেদের মতো মাঠে থাকার কথা জানিয়েছে।
আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই বামপন্থি দলগুলোর। তবে বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে তারা নিজস্ব তাগিদে ‘ফ্যাসিস্ট ও স্বৈরাচারের’ পুনরুত্থান ঠেকাতে কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা- ১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়।
এর আগে গতকাল রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সমাবেশে জামায়াতের স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
মন্তব্য করুন