শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

পরপর তিনটি পেনাল্টি আটকে ম্যাচের নায়ক গোলরক্ষক

“ম্যাচের আগে আমি আমার বাগদত্তাকে কথা দিয়েছিলাম, আজ গোল খাব না। কিন্তু সেটা এভাবে ঘটবে, তা মোটেও ভাবিনি”
বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

গোলরক্ষক বেরকে ওজের একটি-দুটি নয়, পরপর তিন-তিনটি পেনাল্টি রুখে দিলেন। ইউরোপা লিগে রোমার বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পায় ফরাসি ক্লাব লিল।

ম্যাচের শুরুতে হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিলে। তবে রোমার সামনে সমতা ফেরানোর সুযোগ আসে ম্যাচের শেষ দিকে। আইসা মান্ডির হাত লাগায় রোমা পায় পেনাল্টি।

প্রথমে আরতেম দোভবিক শট নেন। ওজের তা ঠেকিয়ে দেন। কিন্তু রেফারির সিদ্ধান্তে আবারও নেওয়া হয় পেনাল্টি, কারণ পেনাল্টিটি নেওয়ার আগেই ডিফেন্ডার রোমাঁ পেরো পেনাল্টি অঞ্চলের ভেতরে ঢুকে গিয়েছিলেন।

দোভবিক আবার শট নেন, কিন্তু ওজের দ্বিতীয়বারও রুখে দেন। এবার রেফারি জানান, গোলরক্ষক লাইনের সামনে এগিয়ে গিয়েছিলেন। ফলে আবারও পুনরায় নেওয়ার সুযোগ পায় রোমা।

আগের দুটি মিস করায় দভবিক পেনাল্টি না নিয়ে মাতিয়াস সোলেকে দায়িত্ব দেন। কিন্তু চমক জাগিয়ে তার শটও আটকে দেন ওজের। এই দফায় আর কোনো আপত্তি ওঠেনি। ফলে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে লিল টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

অভাবনীয় পারফরম্যান্স দেখিয়ে আলোড়ন তৈরি করেন ২৫ বছর বয়সী তুর্কি গোলরক্ষক ওজের।

ঘোরের মধ্যে থাকা ওজের ম্যাচশেষে বলেন, 'এক ম্যাচে টানা তিনটি পেনাল্টি আটকে দেব— এমন কিছু তো কল্পনাও করা যায় না। আমার কাছে মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি। প্রথমটা যে রুখে দেব, সেই আত্মবিশ্বাস যদিও আগে থেকেই ছিল। কিন্তু পরের দুটি... এটা একেবারেই অদ্ভুত ব্যাপার ছিল। কী বলব আসলে জানি না।'

তিনি যোগ করেন, 'ম্যাচের আগে আমি আমার বাগদত্তাকে কথা দিয়েছিলাম, আজ গোল খাব না। কিন্তু সেটা এভাবে ঘটবে, তা মোটেও ভাবিনি।'

ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে আছে রোমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
শনিবার (৬ ডিসেম্বর) ক্রিকেট-ফুটবল খেলার সময় সূচি
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
বিশ্বকাপ ২০২৬ ড্র : দেখে নিন কোন দল কোন গ্রুপে
আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন আর্জেন্টিনার মার্টিনেজ
আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন আর্জেন্টিনার মার্টিনেজ
ফিফা ২০২৬ বিশ্বকাপ ‘ড্র’, এক নজরে পুরো রোডম্যাপ
ফিফা ২০২৬ বিশ্বকাপ ‘ড্র’, এক নজরে পুরো রোডম্যাপ