
আফগান ক্রিকেটার রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন। বিয়ের তিন মাস পর খবরটি প্রকাশ্যে আনলেন এই লেগ স্পিনার।
চলতি বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করেছেন রশিদ খান। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নতুন বিয়ের খবর জানিয়েছেন তিনি। বরের বেশে একটি ছবি পোস্ট করে রশিদ লেখেন, ২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।
কিছু দিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য ভালো লাগেনি রশিদের।
ইনস্টাগ্রাম পোস্টে এই আফগান স্পিনার আরও লেখেন, কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।
গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন রশিদ। সেবার তিনি একা নন। রশিদের তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ।
মন্তব্য করুন