মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইউটিউবার সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার নির্বাচিত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০২:৫২ পিএম
সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার
সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং ভ্রমণ কন্টেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন ‘মার্ভেল বি ইউ মার্ভেল অফ টুমোরো ’ কর্তৃক ‘সেরা ট্র্যাভেল ভ্ল­গার অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

শুক্রবার, ২০ জুন, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনে ভ্রমণ, বিমান চলাচল এবং গণমাধ্যম খাতের অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

মার্ভেল বি ইউ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সাহসী, সৃষ্টিশীল এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় যারা তাদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছেন। ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা থেকে শুরু করে উদ্যোক্তা, শিল্পী, সমাজসেবক কিংবা নতুন প্রজন্মের নেতৃত্বদাতারা মার্ভেল বি ইউ তাঁদের পুরস্কৃত করে, যাঁরা নিজের অবস্থান থেকে বিশ্বকে বদলে দিতে চাচ্ছেন।

বাংলাদেশের ট্রাভেল ইউটিউবারদের মধ্যে সর্বাধিক অনুসৃত সুমন, বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেন।

পুরস্কার গ্রহণ করে সুমন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং আমার দর্শকদের জন্য আরও স্বতন্ত্র ভ্রমণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে”।

তিনি আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকে টার্কিশ এয়ারলাইনসে ব্র্যান্ড প্রমোশনের সুযোগ করে দেওয়ার জন্য।

‘মার্ভেল বি ইউ’ এর সিইও বৃতি সাবরিন খান সুমনের প্রশংসা করে বলেন, “আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন একজন ট্র্যাভেল ভ্ল­গার হিসেবে তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য”। অনুষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক প্রাণবন্ত উদযাপনের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা