বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

প্রায় নয় শনিবার থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে দ্বীপ খোলার প্রথম দিনেই ভ্রমণ পিপাসুদের যাত্রা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে

জাহাজ পরিচালনাকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত তারা সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ চালাবেন না।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর নিশ্চিত করেছেন, পর্যটন বোর্ডের সফটওয়্যার চালু না হওয়া এবং পরিবেশ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার কারণে পর্যটক-খরার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে, যা পর্যাপ্ত সংখ্যক পর্যটককে আকর্ষণ করবে না বলে মনে করছেন জাহাজ মালিকরা।

তবে তারা আশা করছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে পরিস্থিতি বুঝে জাহাজ চালানোর প্রস্তুতি নেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেন্টমার্টিন ভ্রমণসূচি ও পর্যটকদের উপস্থিতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণেচ্ছুদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কেনা বাধ্যতামূলক। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে এবং কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

নতুন নিয়মে পর্যটকদের জন্য কঠোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু দিনের বেলা ভ্রমণ করা যাবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটককে রাতে থাকার সুযোগ দেওয়া হবে। তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিনে যেতে লাগবে ট্রাভেল পাস, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিনে যেতে লাগবে ট্রাভেল পাস, মানতে হবে ১২ নির্দেশনা