মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

ডেস্ক প্রতিবেদন: আনুষ্ঠানিক বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই সারাদেশের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। তবে বিভিন্ন শ্রেণীর কিছু কিছু বই এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে পৌঁছায়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর কারিকুলাম পরিবর্তন, পাঠ্যবইয়ে পরিমার্জন, ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়াসহ নানা কারণে এবার এই সাময়িক সংকট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে বিভিন্ন স্কুলে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকালে প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। চট্টগ্রামে বছরের প্রথম দিনেই নগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুলে ভিড় করেন অভিভাবকরাও। রাজশাহীতে পাঠ্য বইয়ের চাহিদার মধ্যে ষষ্ঠ শ্রেণীর তিনটি পাঠ্যবই পেয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রংপুরে নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে বিভিন্ন শ্রেণির কিছু কিছু বই এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে আসেনি। বছরের শুরুতে বই বিতরণ করা হয়েছে বরিশালে। সকালে নগরীর বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।খুলনায় বছরের প্রথম দিনে আংশিক বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার প্রাথমিক স্তরে বইয়ের চাহিদা রয়েছে ৯ লাখ ৮২ হাজার। এদিকে, প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথমদিনেই পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। নাটোর জেলার প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে বই বিতরন করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নীলফামারীতে বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে উচ্ছসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫