বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

প্রতারণা, বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান শুনানি শেষে এই আদেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন, বিজিএফসিএলের তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম) নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার।

মামলার বিবরণে জানা যায়, প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম বয়স জালিয়াতির মাধ্যমে চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে প্রতারণার আশ্রয় নেন। তিনি নিজের শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম সাল ১৯৬১-এর পরিবর্তে ১৯৬২ দেখিয়ে ২০২১ সালের ২৭ ডিসেম্বরের পরও অতিরিক্ত এক বছর কর্মরত থাকেন। এই সময়ে তিনি প্রতিষ্ঠানের তহবিল থেকে ৭৪ লাখ ৪ হাজার টাকার বেশি বেতন-ভাতা তুলে আত্মসাৎ করেন।

প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসলে বিজিএফসিএল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে শাহ আলমের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে কোম্পানির ৭১৭তম বোর্ড সভায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অভিযোগে সহযোগিতার অভিযোগে তৎকালীন জিএম (প্রশাসন) নাসিবুজ্জামান তালুকদার এবং মহাব্যবস্থাপক নুরুল আবছারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

এই মামলায় বিজিএফসিএল-এর তৎকালীন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরই প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। অপর দুই আসামি নুরুল আবছার ও নাসিবুজ্জামান তালুকদার হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে সোমবার নিম্ন আদালতে হাজির হন। তবে আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুবুর রহমান বলেন, প্রতারণা, জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধের অভিযোগের প্রাথমিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। শুনানি শেষে বিচারক জামিন অযোগ্য ধারায় দুই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, মামলার প্রধান আসামি এটিএম শাহ আলমের বিরুদ্ধে আন্তর্জাতিক অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করা হতে পারে, কারণ তিনি দেশত্যাগের পর থেকে কোনো যোগাযোগে নেই।

স্থানীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মামলাটির অর্থ আত্মসাৎ ও প্রতারণা সম্পর্কিত তদন্ত এখনো চলমান রয়েছে। প্রয়োজনে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২