
		চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন।এসময় নরেশ চন্দ্র বিশ্বাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে সদর উপজেলার বড়শলুয়া গ্রামের কেএসবি ব্রিকস-কে ১ লাখ টাকা, ডিহি গ্রামের আরএমকে ব্রিকসকে ২ লাখ টাকা, দামুড়হুদার দুধপাতিলা গ্রামের দোয়েল ব্রিকসকে ২ লাখ টাকা, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সুপার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ফিল্ডকে ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন