
		পটুয়াখালী সংবাদদাতা: বাংলাদেশে জলসীমানায় মাছ ধরার সময় নৌবাহিনীর হাতে আটক হওয়া ভারতীয় ৩১ জেলের মুক্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পররারাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহারের পর আদালতের নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহারের পর তাদর মুক্তি দেয়া হয়। কোস্টগার্ড ট্রলারে করে তাদের ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে। গত ১৫ই অক্টোবর রাতে বাংলাদেশর জলসীমানা থেকে ট্রলারসহ ভারতীয় ৩১ জেলেকে আটক করা হয়।
মন্তব্য করুন