
		খুলনা প্রতিনিধি: খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে রাতেই নগরীতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আহতরা জানান, নগরীর শেখ পাড়ার সমাজসেবা অফিস থেকে প্রোগ্রাম শেষ করে ফেরার পথে শিববাড়ি মোড়ে পৌছালে অজ্ঞতনামা ২০/২৫ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালালে ৮ জন আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জন ছাত্রীর অবস্থা আশংকাজনক। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, এখনও কোন পক্ষ অভিযোগ করেনি। এই ঘটনার বিচারের দাবীতে শিববাড়ী মোড় এলাকায় মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন