বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যুবদল কর্মী হত্যা মামলায় ডিবির এসআই কনক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়ে আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন এই আদেশ দেন। এর আগে গতকাল রাতে মাহফুজুর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান জানান, শাওন হত্যা মামলায় এসআই মাহফুজুর রহমানকে সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়। আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের পহেলা অক্টোবর শহরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করার সময় যুবদল কর্মী শাওন বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহত শাওনের বড় ভাই মিলন বাদী হয়ে সাবেক এমপি শামীম ওসমান, তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মাহফুজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২