
		পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক স্থানীয় ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।
প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, শুক্রবার রাতে মার্সেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায় করা টাকার হিসাব ও আজই ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিলো। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পিছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। শিবানন্দ রায় বনিকে প্রতিষ্ঠানের সাথেই পেছনে আলগী নদী। সেই নদী পথে ট্রলারে করে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে অপহরণ করে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছেন ডাকাতরা।
এ বিষয় ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চলছে।
মন্তব্য করুন