
		ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি সদর উপজেলায় সবজি চাষে ভাগ্য বদলেছে নারীদের। বীজবপন ও ফসল তোলা সবই করেন তারা। উপজেলার ৩৬ গ্রামের মধ্যে ১৫টি গ্রামে ১২ মাসই সবজির চাষ হয়। এই সবজি উৎপাদনে বড় ভূমিকা রাখছেন নারীরা। সবজি চাষে উৎসাহ দিতে তাদের কারিগরি সহায়তা দিচ্ছে কৃষিবিভাগ।
ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন গ্রামে এখন শীতকালীন সবজি চাষ হচ্ছে। এখানকার সবজি চাষে পুরুষদের চাইতে নারীদের অংশগ্রহণ অনেক বেশি।
কৃষি বিভাগের মতে, সবজি চাষে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন নারীরা। প্রতিটি বাড়ির আঙ্গিনা যেন এক একটি সবজি খামার।
সদর উপজেলার ৩৬টি গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবার কৃষির ওপর নির্ভরশীল। এর মধ্যে চারটি ইউনিয়নে শুধু নারীরাই সবজি চাষ করেন। এ কাজে তাদের সহযোগিতা করছেন পুরুষরা।
নারীদের সবজি চাষে সবধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ। সদর উপজেলায় এবার রবি মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।
মন্তব্য করুন