
		পটুয়াখালী সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে পটুয়াখালী জেলা প্রশাসন। এছাড়া, জেলার শহীদদের নামে বিভিন্ন সড়কের নামকরণের পাশাপাশি তাদের কবরস্থান ও সমাধিগুলো বাঁধাই করার বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থানে পটুয়াখালী জেলার মোট ২৫ জন ছাত্র-জনতা নিহত হয়েছেন। আর এসময় আহত হয়েছে শতাধিক মানুষ। সরকারের পক্ষ থেকে এসব আহত ও নিহতদের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আন্দোলনে নিহতদের কবরস্থানগুলোকে নির্দিষ্ট একটি ডিজাইনে বাঁধাই করা হবে। এছাড়া শহীদের নামে ওই এলাকার একটি গুরত্বপূর্ণ সড়কের নাম করার বিষয়ে পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে, আন্দোলনে অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি নিহত বা আহত হওয়ায় আর্থিক অনটনে পড়েছে স্বজনরা। এসব পরিবারের প্রয়োজন বিবেচনা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার দাবী করছেন তারা।
পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহম্মদ আরেফীন জানালেন, ২৪ এর গণআন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে তারা কাজ করছেন।
ইতিমধ্যে নিহত চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার নামে পটুয়াখালী শহরের সার্কিট হাউজ চত্বরকে হৃদয় তরুয়া চত্বর হিসেবে নামকরণ করেছে প্রশাসন। এ ছাড়া তাঁর বড় বোনকে চাকরী দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন