
		বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে বন্ধ থাকা রপ্তানিমুখী ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। শুক্রবার (১০ই জানুয়ারি) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে লকপুর গ্রুপের কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। অবিলম্বে কারখানাগুলো খুলে দেয়ার দাবি জানান তারা।
মন্তব্য করুন