
		বরিশাল প্রতিনিধি: জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বরিশালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (১০ই জানুয়ারি) সকালে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এসময় জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন