
খুলনা সংবাদদাতা: খুলনা জেলায় ১৩৫ ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে মাত্র ৫ থেকে ৬টির। কোন রকম অনুমোদন ছাড়াই দেদারসে চলছে অবৈধ ভাটার কার্যক্রম। জনবহুল এবং কৃষি জমির আশপাশের এলাকায় এসব ইটভাটা গড়ে ওঠায় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র।
খুলনার ৯টি উপজেলায় ১৩৫টি ইটভাটার মধ্যে পরিবেশ ছাড়পত্র আছে মাত্র ৫ থেকে ৬টির। অবৈধ ভাটায় ইট পোড়ানোর কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত, হুমকি বাড়ছে জনস্বাস্থ্যে।
ভাটার বিষাক্ত ধোয়ায় বাড়িতে বসবাস করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিবেশ বিনষ্টকারী এসব ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন তারা।
পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক সাদিকুল ইসলাম জানালেন, খুলনা জেলায় কিছু ইটভাটার পরিবেশ ছাড়পত্র দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ভূক্তভোগীরা।
মন্তব্য করুন