
জেলা সংবাদদাতা: জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিচার ও ঘোষণাপত্রের প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে নাগরিক কমিটি। শনিবার (১১ই জানুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর সড়ক থেকে লিফলেট বিতরণ শুরু করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন। পরে জেলা সদর, কালকিনি, ডাসারসহ জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি গণঅভ্যুত্থানের সাংবিধানিক দলিল আকারে প্রকাশসহ গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন। এসময় তিনি আগামী ১৫ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্রের প্রকাশের দাবি জানান। এছাড়া একই দাবিতে নাটোর, ঝিনাইদহ ও চাঁদপুরে গণসংযোগ করেছে সংগঠনটি।
মন্তব্য করুন