
		নাটোর সংবদদাতা: স্বাধীনতা যুদ্ধে নিজেদের ভূমিকা পরিষ্কার করতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপির বিপক্ষে কথা বলার আগে স্বাধীনতা যুদ্ধে নিজেদের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিৎ তাদের। শনিবার (১১ই জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার শংকরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, শুধু বিএনপির শত্রুতা বা চক্রান্ত করলে নিজেদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ইতিপূর্বে নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুব দল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন