
		বরিশাল সংবাদদাতা: প্রতি কার্যদিবসে উপজেলাগুলোতে ২ মেট্রিক টন করে ওএমএসে চাল দেওয়া হচ্ছে। প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বালেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনেরও পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা।
মন্তব্য করুন