
		মৌলভীবাজার সংবাদদাতা: পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে জমে উঠেছে মাছের মেলা। মেলায় ছোট-বড় বিভিন্ন জাতের মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে সবার নজর কাড়ছে ৩৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। যার দাম হাঁকা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর কোল ঘেঁষে বসেছে মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে দুইশত বছর ধরে চলে আসছে এই মেলা। তিন দিনব্যাপী এই মেলা শুরু হয় রোববার। আজ মেলার শেষ দিন।সিলেট বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে বাঘা-আইড়, চিতল, বোয়াল, রুই, কাতলাসহ দেশীয় প্রজাতির ছোটবড় মাছ নিয়ে আসেন বিক্রেতারা। ক্রেতারা জানান, এবছর মাছের দাম একটু চড়া। এ বছর ৩ থেকে ৪ কোটি টাকার মাছ বিক্রি হবে বলে জানান শেরপুর মাছের মেলা কমিটির সদস্য মো. হোসেন খান। মেলায় মাছ ছাড়াও রয়েছে নানা রকমের খাবারসহ বিভিন্ন সামগ্রীর দোকান।
মন্তব্য করুন