
		চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই ঘোষণাপত্রের’ পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শান্তিমোড় এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ ও মানুষকে সমর্থন দেয়ার অনুরোধ জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ইসলাম জীবনসহ আরো অনেকেই।
মন্তব্য করুন