
		ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ওহাব মাতুব্বর (৭৩)নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধারের পাঁচ দিনের মধ্যে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলেখারকান্দার রাজ্জাক কাজীর ছেলে আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের কাইয়ুম হাওলাদার ছেলে অভি হাওলাদার (২৪) ও হাজেরিয়া হাজীরকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)।
আজ মঙ্গলবার (১৪জনুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
পুলিশ সুপার জানান, নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন প্রবাসী ছিলেন। অবিবাহিত থাকায় বৃদ্ধ বয়সে তার সাথে তেমন কারো যোগাযোগ ছিল না। তাকে গত পহেলা জানুয়ারি ভোরে হত্যা করা হয় বলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৮ই জানুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন