
		গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার সুচিকিৎসা, পূণর্বাসন এবং সরকারের দেয়া প্রতিশ্র“তি পূরণসহ ৪ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসানসহ অর্ধশতাধিক আহত ছাত্র-জনতা।
স্মারকলিপিতে জুলাই বিপ্লবে আহতেদর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও ছাত্র জনতার সুচিকিৎসাসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা। যারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূণর্বাসন এবং আহতদের পরিবারকে উপযুক্ত সহায়তা দেওয়ার দাবি করেন তারা।
মন্তব্য করুন