
		মাগুরা সংবাদদাতা : মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও জেলা শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মেহেদী হাসান রাব্বির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট এলাকায় এসে সমাবেশ করা হয়।
জেলা ছাত্রদলের বিদায়ী সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, রাব্বি হত্যার দীর্ঘদিন পর হত্যায় জড়িত ৭ নম্বর আসামি রাকিব শিকদারকে গতকাল রাতে খুলনা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অন্য সকল জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা।
মন্তব্য করুন