
		মুন্সীগঞ্জ সংবাদদাতা: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায়, ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকার পতনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে, রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে একটি চক্র।
এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, কয়েকটি গ্রামের সড়কপথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান তারা। দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য করুন