
		সাভার সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও রবীন্দ্রোত্তর শ্রেষ্ঠ নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনভর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়।
আয়োজনের ও দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরান কলার সামনে থেকে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বরণযাত্রার উদ্বোধন করেন। পরে স্বরণযাত্রা নিয়ে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে জানানো হয় শ্রদ্ধা। স্বরণযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এছাড়াও দিনের অন্যান্য আয়োজনের মধ্য ছিল আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজোসহ নানা আয়োজন।
১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজি উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুনি এই নাট্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তার হাত ধরেই চালু করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
মন্তব্য করুন