
		বরিশাল সংবাদদাতা: বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর বাটার গলির নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়।
তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপনের চাচা।
মন্তব্য করুন