
		নওগাঁ সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ডাকাতিসহ গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
এসময় তিনি বলেন, গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে ঢুকে ডাকাতদল লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, নগদ টাকা লুট করে।
ডাকাতির এক পর্যায়ে তারা গৃহবধুকে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে ফাঁকা মাঠে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় তল্লাশী চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সোমবার (১৩ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হলে ৩ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মন্তব্য করুন