বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম

নাটোর সংবাদদাতা: নাটোরে মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবি জানিয়ে ফটক সভা করেছে চিনিকলের শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল চত্ত্বরে মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা জানান, পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতিমাসে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা দিতে হবে।

তারা আরও জানায়, আউটষ্টেশন গার্ড এবং ক্রয় করণীয় ন্যায্য হাজিরা নিশ্চিত করা। এছাড়া অভ্যন্তরীণ ভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ। স্থগিতাদেশ প্রত্যাতার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিতের দাবি জানায়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল,সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেনসহ সকল ইউনিটের সদস্য ও কর্মচারিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২