
		জেলা সংবাদদাতা: গরীব, অসহায়, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জয়পুরহাট শহর বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের নতুনহাটে এসব শীতবস্ত্র দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এই শীতবস্ত্র বিতরণ করেন শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান। এ সময় শীতার্ত মানুষের মাঝে প্রায় ১ হাজার ৫০০শ’ টি কম্বল দেওয়া হয়।
এদিকে, দিনাজপুরে অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি দিনাজপুর সেক্টরের পক্ষ থেকে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) জেলার শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। দিনাজপুর সেক্টর দপ্তরে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খানসহ বিজিবি দিনাজপুর সেক্টরের অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য করুন