
		সাতক্ষীরা সংবাদদাতা: শেখ হাসিনার সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটুসহ আরও অনেকে।
মন্তব্য করুন