মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টেকনাফে অপহৃত বৃদ্ধ ৪২ ঘণ্টা পর মুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত এক বৃদ্ধকে ৪২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বিকাল ৫ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার কম্বনিয়া পাড়া পাহাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত বৃদ্ধ মোহাম্মদ শাকের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার ঘোনা পাড়ার এলাকার বাসিন্দা। অপহৃত বৃদ্ধ শাকেরের পরিবার জানায়, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে গেলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা । এ ঘটনায় স্বজনরা টেকনাফ থানা পুলিশকে অবহিত করেন। পরে অপহৃতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে পুলিশের অভিযানের মুখে মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যক্তিকে দুর্বৃত্তরা ছেড়ে দিতে বাধ্য হয়। ভুক্তভোগী ব্যক্তি এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। ছাড়া পাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শেষে ঘটনার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫