
		ঝালকাঠি সংবাদদাতা : ঘন কুয়াশায় ঝালকাঠিতে বোরো ধানের আবাদ ব্যাহত হচ্ছে। আছে শ্রমিক ও সেচ সংকট। কৃষকের দাবি, এবার বেড়েছে সার, কীটনাশকসহ কৃষি উপকারণের দাম। তাই বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ও লাভ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৮’শ হেক্টক জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে ৭৬৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। তবে শীত আর ঘনকুয়াশায় বোরো ধানের আবাদ দিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।
কৃষকদের অভিযোগ, সময়মত সেচ দিতে না পারায় ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। দাম বেড়েছে সার, কীটনাশকসহ সব কৃষি উপকরণ। প্রতি বছর বোরো মৌসুমে যশোর, সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে শ্রমিকরা আসতো। এবছর প্রচন্ড শীতে শ্রমিক না আসায় কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বলনে, শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
সব সংকট কাটিয়ে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলেও আশা করছে কৃষি বিভাগ।
মন্তব্য করুন