
		পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর-কুয়াকাটা মহাসড়কের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে। মামলা জটিলতার কারণে দীর্ঘ একযুগেরও বেশি সময় পর কলাপাড়া উপজেলার ১১ কিলোমিটার সড়কটি নির্মাণে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে এই সড়কে যাতায়াতকারী পর্যটকসহ স্থানীয়দের চলাচল নির্বিঘেœ হবে।
মামলা জটিলতার কারণে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ৭০ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার অংশে এক যুগেরও বেশি সময় সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে ২০২২ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মামলা জটিলতার অবসান হয়। এ বছরের জুন মাসে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কের ওই অংশ পুনঃনির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
নির্ধারিত সময়ের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ করতে কাজ চলছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
এদিকে, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করতে নিয়মিত তদারকি করছে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ। এর নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন তাদের প্রত্যাশা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের এই ১১ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শেষ হলে ঢাকা থেকে নির্বিঘেœ সরাসরি কুয়াকাটা যেতে পারবেন পর্যটকরা। যা স্থানীয় অর্থনীতির পাশাপাশি পর্যটন শিল্পেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেনন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন