
		চুয়াডাঙ্গায় সংবাদদাতা: শীত জেঁকে বসার সাথে সাথে জমে ওঠেছে দেশের সর্ববৃহৎ গুড়ের হাট চুয়াডাঙ্গা জেলা সদরের ‘সরোজগঞ্জ গুড়ের বাজার’। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে স্থানীয় সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে এই হাট।
সরোজমিনে গিয়ে দেখা যায়,সারি সারি হাঁড়িভর্তি গুড়। কোনোটার মুখ পলিথিন দিয়ে ঢাকা, আবার কোনোটার খোলা। ব্যাপারি ও ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে চলে দর কষাকষি আর গুড় বেচাকেনা। এসব গুড় যায় দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয়রা জানান, দেশের বিভিন্নস্থান থেকে এই হাটে গুড় কিনতে ভিড় জমান পাইকাররা। ভালো মান এবং খেতে সুস্বাদু হওয়ায় সারাদেশেই এখানকার গুড়ের কদর রয়েছে।
ঐতিহ্যবাহী এই হাট তদারকি এবং টিকিয়ে রাখতে সব ধরনের সহয়তার কথা জানালেন চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম।
প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার বসে এই হাট। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। হাট সংশ্লিষ্টরা জানায়- ঢাকা, চট্টগ্রাম, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় এই গুড়ের চাহিদা রয়েছে।
মন্তব্য করুন