
		জেলা সংবাদদাতা: মাঘের শুরুতে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বেশ শীত অনুভূত হচ্ছে। দুর্ভোগ রয়েছেন নিম্ন আয়ের মানুষ।
ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের কারনে জয়পুরহাটে শীত বাড়ছে। দিনের চেয়ে অনেকাংশে কমে যাচ্ছে রাতের তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো জেলা। দিনের অধিকাংশ সময় রাস্তায় যানবাহন চলছে লাইট জ্বালিয়ে। প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারনে মাঠে-ঘাটে যেতে পারছেনা খেটে খাওয়া শ্রমজীবি মানুষ।
এদিকে বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মিললেও লালমনিরহাটে শীতের প্রকোপ কমছে না। কাজে বের হতে পারছে না শ্রমিক, দিনমজুরেরা। তিস্তার চরাঞ্চলের মানুষের ভোগান্তি আরও বেশি। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন যাচ্ছে শীতার্ত মানুষদের ।
ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা মেলেনি গত দুই দিন থেকে। ঘনকুয়াশার পাশাপাশি হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের গ্রামীণ জনজীবন।
বেল গড়িয়ে গেলেও গ্রামাঞ্চলে রাস্তাঘাটগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকছে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।
মন্তব্য করুন