
		ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে রুবেল হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ই জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাধপুকুরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার পিন্টু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল ১১ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল রুবেল। পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সকালে গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে সেফটিক ট্যাংকির ঢাকনা খুলে রুবেলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন