
		চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা ও কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমান মহাবুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের তাঁতি শেডের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মহাবুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার তাঁতি শেডের নিকট মহাবুল দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট পরা দুর্বুত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কে বা কারা এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পেছন দিক থেকে কে বা কারা তাকে কুপিয়েছে। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।
মন্তব্য করুন